জমকালো আয়োজনে নরসিংদী জেলা সমিতির অভিষেক

ডেস্ক রিপোর্ট
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫০

জমকালো আয়োজন আর উৎসবমুখর পরিবেশে নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের ২০২৫-২৬ সালের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (১৯ জানুয়ারি) নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসের হলরুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়। শীতের প্রচণ্ড ঠাণ্ডা ও তুষারপাত সত্ত্বেও প্রায় তিন শতাধিক নরসিংদীবাসী অনুষ্ঠানে অংশ নেন।
চার পর্বের এই অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. ফিরুজ আহমেদ। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. আনোয়ার হোসেন। বাকি তিন পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শামীম গফুর। প্রধান নির্বাচন কমিশনার সালমান জাহিদ জুয়েল নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। 
বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ নবনির্বাচিত সভাপতি শামীম গফুর ও সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল কমিটির প্রতি আস্থা প্রকাশ করে দায়িত্ব হস্তান্তর করেন। তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নরসিংদীবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতি ও নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ল আফিস অফ লি এন্ড অ্যাসোসিয়েটসের লিগ্যাল কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রব্বানী ও আজহার ইসহাক খোকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বি. এম. মুরাদ, ড. মোশাররফ হোসেন, মো. আব্দুল মিজান, কাজল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, জসিম খন্দকার, সাবেক নির্বাচন কমিশনার জাকির খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউম্যান রাইটসের সভাপতি মামুন খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমান, বিশিষ্ট কলামিস্ট আমিনুল খান, বাংলাদেশ থেকে আগত সাবেক ছাত্রনেতা শাহীনুল হাসান।
নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক ছিলেন মো. ইকবাল ভুঁইয়া ও সদস্য সচিব জিয়াউর রহমান। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মো. গোলাম মোস্তফা।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বি এম মাসুদ ভুঁইয়া, মাসুদুর রহমান মুরাদ, আব্দুল কাইয়ুম, সালাউদ্দিন খান তুহিন, মতিউর রহমান, নাজমুল, জেরিন, শামীমা,
সুমি, মোফাজ্জল ও ইয়াসীন মিয়া।