নিউইয়র্কে ইলহাম একাডেমির ‘ফেইথ এন্ড নলেজ’ অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫

 নিউইয়র্কে ইলহাম একাডেমির বার্ষিক অনুষ্ঠান ‘ফেইথ এন্ড নলেজ’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৫ ডিসেম্বর) জ্যামাইকার হিলসাইড এভিনিউর আল আকসা হলে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। এসময় শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক ইসলামী পারফরমেন্স ও পুরষ্কার বিতরণ করা হয়। ‘ফেইথ এন্ড নলেজ’ অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ফাতিমা মাসুদ ও প্রচারক মস।
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে অল্প সময়ের মধ্যেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে ইলহাম একাডেমি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, যোগ্য, সৎ ও সাহসী প্রজন্ম গড়ার মহান ব্রত নিয়ে নিউইয়র্কের জ্যামাইকায় আধুনিক জ্ঞানের সঙ্গে ইসলামি মূল্যবোধের অপূর্ব সমন্বয় করে চলতি বছরের শুরুর দিকে যাত্রা শুরু করে এই দীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি। সাফল্যের ধারাবাহিকতায় এবার বার্ষিক অনুষ্ঠান ‘ফেইথ এন্ড নলেজ’ অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল শাহানা ওয়ালিদ। অনুষ্ঠানে প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল উল্লেখ করার মতো। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।