আমেরিকায় মুসলমানদের বৃহত্তর সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা। সংস্থাটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির নিম্ন ও মধ্য আয়ের পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে। গড়ে প্রতি বছর প্রায় ৭৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে থাকে। এ বছরও তাদের এ কার্যক্রম অব্যাহত আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আপতকালীন সময়ের জন্য সোশ্যাল অ্যাফেয়ার্স কার্যক্রমের মাধ্যমে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা ও বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে। প্রতি সপ্তাহের রোববার ব্যতিত বাকি ছয় দিন তাদের এই কর্মসূচী অব্যাহত রাখেন মুনা’র সদস্যরা।
এর আওতায় বহু মানুষ প্রতিদিন নিউইয়র্কের কুইন্স, ব্রঙ্কস, স্ট্যাটান আইল্যান্ড, নিউজার্সির পেটারসনসহ যুক্তরাষ্ট্রের ২১ টি স্থান থেকে এ খাদ্য বিতরণ করা হয়। প্রতিদিন প্রায় ৮ শত পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়। প্রতি বছর ৭৫ হাজারের বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়ে থাকে। কার্যক্রম দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এসময় বিভিন্ন ধরনের সবজি, হালাল মুরগির মাংস এবং ডিম দুধ ছাড়াও বিভিন্ন রকমের ফল বিতরণ করা হয়।