এবারে যুক্তরাষ্ট্রের নির্বাচনে পেনসিলভেনিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা ছিল শীর্ষে। এ রাজ্যে বসবাস করেন বিপুল সংখ্যক বাংলাদেশি। পেনসিলভানিয়ার বৃহত্তর ফিলাডেলফিয়ার নর্থইস্ট, সেন্টার সিটি, ডেলাওয়ার কাউন্টির আপার ডার্বি, মিলর্বন বরো, ডার্বি, বাকস কাউন্টির বেনসালেম, ল্যান্সডেলসহ বিভিন্ন ভোটকেন্দ্রে বাংলাদেশিরা এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভানিয়ার পক্ষ থেকে সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যরা বিভিন্ন কেন্দ্রে সরাসরি লাইভ প্রোগ্রাম করে ভোটারদের অনুভূতি নেওয়ার চেষ্টা করেছেন এবং বাংলাদেশি ভোটারদের কেন্দ্রে এসে ভোট প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।