জ্যাকসন হাইটসের ৩৫ এভিনিউ’র ৭১ তম স্ট্রীটে শুভ উদ্বোধন হল এ আর রাজ্জাক সুপার মার্কেটের। শুক্রবার বাদ জুমা দোয়া আর মিলাদের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুনা সেন্টারের খতিব অলিউর রহমান সিরাজী। মোনাজাতে তিনি নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানকে লাভজনক ও বরকতময় করতে মহান আল্লাহর রহমত কামনা করেন।
এ সময় নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বিভিন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ আর রাজ্জাক সুপার মার্কেটের যাত্রা শুভ হোক এ কথা জানিয়ে আজকাল সম্পাদক শাহ নেওয়াজ বলেন, এ প্রতিষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির মানুষের ব্যবসা প্রসারের আরও একটি দিক ফুটে ওঠল।
অন্যদিকে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ বলেন, ব্যবসায়ীদের নেতা হিসাবে আমি তাদের স্বাগত জানাই। তিনি জানান,নতুন এই সুপার মার্কেটের মালিক দুই সহোদরা মালিহা জেবা ও আনিকা জেবার যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকব।
উদ্বোধনের সময় সেখানে উপস্থিত বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নতুন এই সুপার মার্কেট এ আর রাজ্জাকের ব্যবসায়িক সাফল্য কামনা করেন।
এ সময় এ আর রাজ্জাক’র কর্ণধার দুই বোন, দুই সহোদরা, দুই সামরিক কর্মকর্তা আনিকা জেবা ও মালিহা জেবা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আনিকা জেবা বলেন,আমার ছোট বেলা থেকেই স্বাধীন ভাবে কিছু একটা কপার ইচ্ছা ছিল। সে ইচ্ছা থেকেই এই সুপার মার্কেটের যাত্রা। তিনি তাদের চলার পথে সবার সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে মালিহা জেবা বলেন, আমাদের এই সুপার মার্কেটে আমরা হালাল ও ফ্রেশ ফুডের ব্যবস্থা করেছি। আমরা এটি অব্যাহত রাখব। তিনিও সব সময় কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।
দুই বোনই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের সুপার মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকবে।
এ আর রাজ্জাক সুপার মার্কেটের উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট লায়ন আহসান হাবিব, সিলেট ল কলেজের অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম,বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, ইসমাত জেরিন, অয়ন সাঈদ, মোর্শেদা বেগম, সাজেদুল ইসলাম, সাঈদ ইসলাম, হুসনে আরা বেগম, মেজর ব্রাউন, এনাম লস্কর,সাজেদা ইসলামসহ অনেকে।