জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন ‘জুলাইযোদ্ধারা’। ফলে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে আছে। তবে দুপুর থেকে ফুটপাথ ছেড়ে দেওয়ায় পথচারী ও ছোট গাড়িগুলো পার হতে পারছে।
শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা (আহত)’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন।
এ সময় তারা ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে দিতে হবে’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন।
অবরোধের কারণে শাহবাগ মোড় বন্ধ থাকায় পাশের কাটাবন মোড়, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ থানার সামনের রাস্তাগুলো থেকেই যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ফলে পুরো এলাকাই যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন জানান, সরকার থেকে তাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক ও সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না।
তিনি বলেন, আমরা দেশের ৬৪ জেলা থেকে শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা নিজের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখানে অবস্থান নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানেই থাকব।
আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, সরকার থেকে আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়নি। আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, জুলাই সনদ ছাড়া জীবন চলে গেলেও আমরা শাহবাগ ছাড়বো না।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবারও সকাল সাড়ে ৯টা থেকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আছেন তারা। ফলে এই এলাকায় যানজট দেখা দেয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।