চলতি বছরের জুনের তুলনায় জুলাইয়ে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় আহত ৫৯৩ জন ও নিহত হয়েছেন ৯ জন। যেখানে আগের মাস জুনে আহত ৪৩০ আর নিহত ছিল ৮ জন।
এছাড়া জুনে রাজনৈতিক সহিংসতার ঘটনা ছিল ৪৫টি, জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৪৮টি। জুলাইয়ে গণপিটুনিতে ১৬ জন মারা গেছেন। মাসজুড়ে গণপিটুনি ঘটনা ঘটে ৫১টি।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পক্ষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের এ তথ্য তুলে ধরা হয়।
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে এ মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন প্রকাশ করে এমএসএফ।
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, জুনে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ছিল ৮টি, জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৯টি। জুলাইয়ে সীমান্তে ৯ জন নিহত, কারা হেফাজতে ১০ জন ও গণপিটুনিতে ১৬ জন মারা গেছেন। মাসজুড়ে গণপিটুনি ঘটনা ঘটে ৫১টি।
এর আগে মাস গত জুনে কারা হেফাজতে মারা যান ৫ জন। গণপিটুনির ঘটনা ৪১টি, নিহত ১৩ জন।
জুলাইয়ে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। মাসজুড়ে ধর্ষণের ঘটনা ৫৬টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৮টি, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে ৭টি। জুলাইয়ে ৫১টি অজ্ঞাতপরিচয় মরদেহ পাওয়া গেছে।