বাসে আগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে মশাল ও কেরোসিনসহ এক বিএনপি নেতা ও তার সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।
রোববার (১৯ নভেম্বর) রাতে নগরের আগ্রাবাদ থেকে তাদের আটক করে থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আটককৃতরা হলেন- ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও তার সহযোগী বিএনপি কর্মী মো. মাইনুদ্দিন৷
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বাংলানিউজকে বলেন, তারা আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল। কিছু মশাল ও কেরোসিনসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাসে অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও শ্রমিকলীগ। ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম ও সাধারণ সম্পাদক রাকিব হায়দারের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার বাংলানিউজকে বলেন, তারা সারাদিন ওই এলাকায় ঘুরাঘুরি করছিল। এতে কয়েকজনের সন্দেহ হয়। একপর্যায়ে সন্ধ্যার পর মশাল, কেরোসিন আর পাউডার নিয়ে জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ মানুষকে নিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
তবে মশাল মিছিল বের করার সময় তাদের আটক করে মারধরের পর ছাত্রলীগ পুলিশের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ বিএনপির।
নিষ্ক্রিয়দের মাঠে নামাতে বিএনপি নেতা ফেসবুকে স্ট্যাটাস, অতপর গ্রেপ্তার
নিষ্ক্রিয় নেতাদের মাঠে নামাতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার রাতে সিরাজগঞ্জ পৌরসভার জুবলী বাগান এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তানভীর মাহমুদ পলাশকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ না নেওয়া জেলা ও উপজেলা পর্যায়ের ১৮টি ইউনিটের নিষ্ক্রিয় নেতাদের মাঠে নামাতে ফেসবুকে সতর্কবার্তা জারি করে জেলা বিএনপি। যা দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বার্তা প্রেরক হিসেবে রোববার সন্ধ্যার পর নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির ১৮টি ইউনিটের যেসব নেতারা এখনও একদফা আদায়ের সংগ্রামে সরাসরি মাঠের আন্দোলনে যুক্ত হন নায়। তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ সংগ্রামে যারা যথাযথ দায়িত্ব পালন করবেন না, বিভিন্ন অজুহাতে ফাঁকিবাজি করবেন তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বলেন, নাশকতার মামলায় গতকাল রাতে তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।