কক্সবাজারের টেকনাফ থেকে পায়ুপথে মাদক পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ নামের এক বিএনপি নেতাকে আটক করেছে বিজিবি।
শনিবার (১২ জুলাই) মেরিন ড্রাইভের উখিয়ার ইমামের ডেইলে অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশিকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক নুর মোহাম্মদ (৪৯) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মো. ইউছুফ আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
বিজিবি কর্মকর্তা লে. কর্নেল জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের কাছে এলে বিজিবির সদস্যরা থামান। পরে বিজিবির টহল দলের সদস্যরা তল্লাশিকালে আরোহী নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, তার পায়ুপথে ইয়াবা রয়েছে। পরে তার পায়ুপথ থেকে দুটি কালো রঙের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়। সেখান থেকে বের করা ইয়াবা গুনে দুই হাজার পিস পাওয়া যায়।
নুর মোহাম্মদ আরও স্বীকার করেন, ওই ইয়াবা টেকনাফ থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
লে. কর্নেল জসিম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।