নব্য ফ্যাসিবাদীদেরকেও জনগণ উৎখাত করবে

ফয়জুল করীম
ডেস্ক রিপোর্ট
  ১২ জুলাই ২০২৫, ২২:১৯

মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা আওয়ামী ফ্যাসিবাদের হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, নব্য ফ্যাসিবাদীদেরকেও জনগণ উৎখাত করবে ইনশাআল্লাহ।
শনিবার (১২ জুলাই) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
মুফতি ফয়জুল করীম বলেন, ‌‘আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছেন, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে, তেমনি এই নব্য ফ্যাসিবাদীদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ।’
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।
নগর সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. সুলাইমান ও নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আলামিন প্রমুখ।