রাজধানীর বনানী থানাধীন জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর ওপর হামলা ও হোটেল ভাঙচুরের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে বনানী থানা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
মনির হোসেনকে এরই মধ্যে বহিষ্কার করেছে যুবদল। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এসময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান।
ভিডিওতে আরও দেখা যায়, ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন। তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন। ভিডিওতে তখন ৮ থেকে ১০ জনকে দেখা যায়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যখন ওই দুই নারীর ওপর আক্রমণ করা হচ্ছিল তখন তারা চিৎকার করছিলেন। দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যারা আক্রমণ করছিলেন তাদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান। আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায়। এসময় হোটেলটিতে ভাঙচুরের শব্দও পাওয়া যায়।
জানা গেছে, গত ৩০ জুন রাত ৮টা ৫ মিনিটে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া হোটেলে গিয়ে একটি ভিআইপি রুম ভাড়া নিতে চান। এসময় সব ভিআইপি কক্ষে অতিথি থাকায় মনিরকে রুম দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।
পরবর্তীতে মনির হোসেন জাকারিয়া হোটেলের বারে বসে খাবার খান এবং মদপান করেন। খাবার শেষে স্থানীয় নেতা পরিচয় দিয়ে বিলে ডিসকাউন্ট দাবি করেন। হোটেল কর্তৃপক্ষ তাকে ডিসকাউন্ট দিয়ে বিল দেয়। বিল পরিশোধের পর তাকে ভিআইপি রুম না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জাকারিয়া হোটেল এবং বারের স্টাফদের দেখে নেওয়ার হুমকি-ধামকি দিয়ে চলে যান মনির।
মামলার বাদী হোটেল জাকারিয়ার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক এজাহারে উল্লেখ করেছেন, হোটেলে ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতিসাধন করে। নগদ ৭০ হাজার টাকা এবং ৫ লাখ টাকার মদ ও বিয়ার বার থেকে চুরি করে নিয়ে যায় মামলার আসামিরা।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, এ ঘটনায় যুবদল নেতা মনিরসহ কয়েকজনকে আসামি করে হোটেল কর্তৃপক্ষ বুধবার রাতেই একটি মামলা করেছে।
এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেন অনেকে।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল। হামলার ব্যাপারে মনিরের বক্তব্য পাওয়া যায়নি।