২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া ছাত্র-জনতা ও আলেম-ওলামাদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া হাজার হাজার মানুষের আত্মত্যাগ আজও মানুষের হৃদয়ে অমর হয়ে রয়েছে। বিবৃতিতে তারা বলেন, ৫ জুলাই দেশব্যাপী মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল এবং আলোচনা সভা আয়োজন করা হবে, যাতে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
এছাড়া, তারা ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানকে স্মরণ করে বলেন, তাদের সংগ্রাম ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য। আজও সেই আন্দোলনের উত্তরাধিকারীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের দালাল এবং ইসলামবিদ্বেষী গোষ্ঠী এখনও দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের জনগণকে আরও একতাবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে শক্তিশালী করার জন্য রাজপথে নামতে প্রস্তুত থাকতে হবে।
হেফাজতে ইসলামের নেতারা বলেন, জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন না হলে ছাত্র-জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতিতে রাজপথে থাকব। ৫ জুলাইয়ের দোয়া-মাহফিলের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য দেশের জনগণকে আবারও এক হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে।