নিজের শারীরিক অসুস্থতার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এ সময় তিনি বিএনপিকে আগামী নির্বাচন নিয়ে পরামর্শ দেন।
মেজর হাফিজ বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার জন্য পরামর্শ দেন। আজ বুধবার সকালে বনানীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন মেজর হাফিজ।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মনোযোগ না দিয়ে বিকল্প পন্থা বের করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। সেটা বিএনপি থেকেই অবসর নিতে চাই। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাব।
মেজর হাফিজ বলেন, ‘তথ্যমন্ত্রীর বক্তব্য দৃষ্টিতে এসেছে। আমি কোনো দল খুলছি না। বেগম জিয়া আমার নেত্রী। তবে তার অনুপস্থিতিতে দল থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। কিন্তু শেষ দিন পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকব।’
বিএনপিতে সত্যি কথা বলার মতো লোক নেই মন্তব্য করে দলের এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিএনপিতে সত্যি কথা বলার মতো লোক, বিশেষ করে দলের চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার মতো লোক আমার চোখে পড়েনি। অনেক আগে সাইফুর রহমান সাহেব বলতেন। তিনি বিএনপির একজন ত্যাগী নেতা। তাকে দুই-চার বার সত্যি কথা বলতে দেখেছি। এ ছাড়া কোনো নেতা ইয়েস স্যার, রাইট স্যার বলা ছাড়া আর কোনো কিছু জানেন না।’
তিনি বলেন, ‘আমি পদের জন্য রাজনীতি করি না। দলে আমার কোনো অবস্থান নেই। জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে বিএনপি এত বছর ধরে ক্ষমতার বাইরে।’
নিজেকে দেওয়া বিএনপির কারণ দর্শানোর নোটিশের বিষয়ে তিনি বলেন, ‘২০২০ সালের ১৪ ডিসেম্বর আমাকে ১১টি অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বলা হয়, দলের নির্দেশ ছাড়া সরকারবিরোধী মিছিলে যোগ দেওয়ার কারণে নোটিশ দেওয়া হয়েছে। শওকত মাহমুদের সঙ্গে কোনো মিছিলে যোগ দেইনি। তার সঙ্গে কোনো যোগাযোগ আগেও ছিল না, এখনো নেই। তারপরও আমার বিরুদ্ধে অভিযোগ।’
মেজর হাফিজ বলেন, ‘চিঠির জবাব দেওয়ার পর আমি জানি না, সে চিঠি গ্রহণ হয়েছে কিনা, না বাতিল হয়েছে। এমন আচরণ আমি ডিজার্ভ করি না। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’
দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির এই নেতা বলেন, ‘এই পরিস্থিতিতে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে তাকেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমি আমাদের নেতা তারেক রহমানকেও আহ্বান জানাব দলের সংস্কার করুন। এখন যেভাবে চলে সেভাবে একটি রাজনৈতিক দল চলতে পারে না।’