সারজিস আলম

‘ঢাকায় বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি?’

ডেস্ক রিপোর্ট
  ২০ মে ২০২৫, ২২:৪৭

সম্প্রতি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় এক সমাবেশে মন্তব্য করেন– কুমিল্লায় আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। হাসনাতের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমি তাকে আবাল বলব।... যদি বিএনপির লোকেরা প্রস্রাব করে, তাহলে প্রস্রাবের তোড়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করেছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।’
তাদের পাল্টাপাল্টি বক্তব্যে সামাজিক মাধ্যম এখন বেশ সরগরম। এর মধ্যে যেন ঘি ঢাললেন আরেক এনসিপি নেতা সারজিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় পর পর দুটি স্ট্যাটাস দেন বিষয়টি নিয়ে।
প্রথম পোস্টে তিনি লিখেছিলেন, ‘এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন!’
মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এর সঙ্গে আগের প্রেক্ষাপট যুক্ত করে আরেক স্ট্যাটাসে সারজিস লিখেন, ‘ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি? Confused !’