এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি

নাসীরুদ্দীন পাটওয়ারী
ডেস্ক রিপোর্ট
  ১৬ মে ২০২৫, ২০:০২

বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের লড়াই সবাই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ মে) রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে আমরা এমন একটি ঐতিহাসিক সময় দাঁড়িয়েছি, যে সময় আমাদের যুব উইং গঠন করছি। যার নাম আমরা দিয়েছি জাতীয় যুবশক্তি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হয়নি। এ লড়াইটা চলমান থাকবে। তেমনিভাবে নতুন বন্দোবস্ত এবং মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেই সংগ্রামের পতাকা যাদের নেতৃত্বে থাকবে তারাই হলো আগামী দিনের যুবশক্তি। আর সেই যুবশক্তির প্রাণভমরা আজকে আমাদের সামনে বসে আছে।
তিনি আরও বলেন, আমরা গত ৩ মাস জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের মধ্যদিয়ে ৬৪ জেলায় যোগাযোগ করেছিলাম। কীভাবে ফ্যাসিবাদী কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশে যুবকদের জন্য কাজ করা যায়। সেজন্য সেই পক্রিয়া শুরু করি। আমরা ৬৪ জেলায় ভ্রমণ করেছিলাম। সেখানে মানুষের সঙ্গে কথা বলেছিলাম। সমাজের বিভিন্ন স্টেকহোল্ডাদের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, আজকে জাতীয় যুবশক্তিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদের সঙ্গে নিজস্বভাবে কথা বলেছি। তাদের প্রতিশ্রুতি নিয়েছি। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশের যতদিন অস্তিত্ব রয়েছে ততদিন পর্যন্ত যুবশক্তি কাজ করে যাবে।
এ সময় তিনি জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। পাশাপাশি জগন্নাথ বিশ্বববদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।