লঞ্চে দুই তরুণীকে মারধর করা সেই যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  ১০ মে ২০২৫, ২১:৪২

যাত্রাবিরতি করা একটি লঞ্চের ‘পিকনিকে’ আসা দুই তরুণীকে লঞ্চঘাটে প্রকাশ্যে মারধরের ঘটনায় নেহাল আহমেদ জিহাদ নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১ মে) দুপুরে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে, শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করতে নোঙর করে, তখন লঞ্চে তরুণ-তরুণীদের মাদকসেবন এবং অশ্লীলতার অভিযোগে স্থানীয়রা লঞ্চে উঠে কেবিনে কয়েকজন তরুণ-তরুণীকে আটক করে। এরপর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজিত জনতা লঞ্চের কিছু জানালা ভাঙচুর করে এবং তরুণীদের মারধর করে।
তরুণীদের মারধর করা নেহাল সাংবাদিকদের বলেন, ‘শত শত মানুষ ছিল। আমি যদি কয়েকটি বাড়ি দিয়ে সবাইকে শান্ত না করতাম হয়তো মেয়েগুলোর সঙ্গে আরও খারাপ আচরণ হতো। তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল, সেগুলো আমি উদ্ধার করেছি।’
তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরিস্থিতি শান্ত করতেই ভাই হিসেবে এই কাজ করেছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি।’