যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৫ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট পৌঁছাবেন তিনি। দলীয়প্রধানের সিলেট আগমন উপলক্ষে সব স্তরের নেতাকর্মীকে ওইদিন সকাল ৮টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জাগো নিউজকে বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন খালেদা জিয়া। তবে তিনি উড়োজাহাজ থেকে বিমানবন্দরে নামবেন না। শারীরিক অবস্থা বিবেচনা করে সিনিয়র নেতারা বিমানে গিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন। তাদের মাধ্যমে নেত্রীর বার্তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান ও আরেক পুত্রবধূ শর্মিলা রহমান। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও সফরসঙ্গী হিসেবে থাকবেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে স্বাগত জানাতে সিলেট জেলা ও মহানগর বিএনপির সব স্তরের নেতাকর্মীকে সকাল ৮টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে নির্দেশনা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, নেত্রীর আগমনে সিলেট বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয়প্রধান সমাবেশ বা জনসম্মুখে বক্তব্য না রাখলেও তার সিলেট আগমন নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। মহানগর বিএনপির আওতাধীন ছয়টি থানা, ৪২ ওয়ার্ড কমিটি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। টানা ১৭ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া।