জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, দেশে কি ধরনের সংস্কার দরকার তা বলার একমাত্র অধিকার রাখে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা। সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হতে দেবো না।
শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এনসিপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
সামান্তা শারমিন বলেন, ২০০৮ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলাচত্বরে হত্যাকাণ্ড, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের ছাত্রদের নিপীড়নের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল। স্বৈরাচারের বিচার আমাদের আদায় করতেই হবে।
তিনি বলেন, অভ্যুত্থানের অনেকে আমাদের কাছে দাবি জানিয়েছেন এবং সংস্কারের আগে যেন মাঠ ছেড়ে না দিই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা বিপ্লবী চেতনার বাইরে গিয়ে ন্যূনতম সংস্কারের মধ্যদিয়ে দেশকে নিয়ে যেতে চান, তারা মৌলিক সংস্কার আদায় না করে মাঠ থেকে যাবো না।
যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখবেন, তাদের মিছিল দেখবেন প্রতিবাদ করবেন এবং ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন। এ দেশে আর কোনোদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।