সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ও মহানগর বিএনপি। দুপুরে আল হামরার বাফেট প্যারাডাইজে মতবিনিময়কালে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, রমজানে তৃণমূল মানুষের সাথে বিএনপি নেতৃবৃন্দ ইফতার করেছেন। জনসাধারণের মাঝে বিএনপি নিয়ে প্রত্যাশা বাড়ছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।