রাষ্ট্রের দায়িত্বে যাই আর না-ই যাই, সবার সঙ্গে আছি

জামায়াত আমির
ডেস্ক রিপোর্ট
  ২৯ এপ্রিল ২০২৫, ২১:৪২

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই আর না-ই যাই, সবার সঙ্গে আছি। আমরা আপনাদের সঙ্গে থাকবো।
তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তীসময়ে জামায়াত নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছেন। আমাদের কোনো নেতাকর্মী হামলা-ভাঙচুরে জড়িত ছিলেন না।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় দেশব্যাপী গণসংযোগপক্ষ পালন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশ আমাদের সবার। এদেশে আমরা মর্যাদা ও শান্তির সঙ্গে নিরাপদে বসবাস করতে চাই। বিগত ১৫ বছর আমাদের ওপর বিভিন্নভাবে জুলুম-নির্যাতন গেছে। এর অবসান হয়েছে ৫ আগস্ট। ওই রাতেই আমি আমার দলের সব সহকর্মীকে আহ্বান জানিয়েছি, আল্লাহর ওয়াস্তে কারও ওপর কোনো প্রতিশোধ নেবেন না। জাতিকেই একই কথা বলেছি।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, তাদের সরকারের পতন হলে কমপক্ষে পাঁচ লাখ লোককে হত্যা করা হবে। এরকম হলে প্রত্যেক গ্রামে এক দুজন লোক মারা যেতো। এরকম হয়নি। প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‌‘আগামীতে কোনো জালেম যদি আপনাদের ওপর জুলুম করে, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আমাদের সঙ্গে রাখবেন। আমরা চাই না জুলুমের শিকার হয়ে কেউ ধুঁকে ধুঁকে কষ্ট পাক। তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক।’
কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামীর আলী, বড়লেখা ও জুড়ী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।