আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চেয়ারম্যান বাজার এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘এই সরকার সব রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো বিরোধী দল নেই। আমরা কেউ সরকারবিরোধী না। সবাই মিলেমিশেই সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আলাপ-আলোচনায় যখন বসেছি, বারবার দাবি জানিয়েছি অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগও নিষিদ্ধ হবে।’
এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, শরীয়তপুর জেলার সাবেক সদস্য সচিব শাহজালাল সাজু প্রমুখ।