রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

গ্রন্থাগারে হঠাৎ মুজিব-হাসিনার শতাধিক বই, জানতে পেরে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট
  ২৭ এপ্রিল ২০২৫, ২২:২৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি-সম্বলিত শতাধিক বই বের করে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে তল্লাশি চালিয়ে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও প্রয়াত এইচ টি ইমামের লেখা ‘বাংলাদেশ সরকার ১৯৭১’ বইগুলো পুড়িয়ে ফেলেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সরকার পতনের পর শেখ মুজিব ও শেখ হাসিনাসহ আওয়ামী দোসরদের কোনো বই ছিল না। কিন্তু আজ দুপুরে গ্রন্থাগারে গেলে দেখা যায়, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি-সম্বলিত শতাধিক বই। পরে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গ্রন্থাগারে এসে বইগুলো বের করে আগুন ধরিয়ে দেন।
একই বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘হঠাৎ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পতিত সরকারের বইগুলো কীভাবে এলো বুঝলাম না। এত বই হঠাৎ গ্রন্থাগারে আসা কোনো স্বাভাবিক ঘটনা নয়। নিশ্চয় পরিকল্পিতভাবে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে বইগুলো রাখা হয়েছিল।’
কেন্দ্রীয় গ্রন্থাগারে দায়িত্বে থাকা অফিস সহকারী (পিয়ন) আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীরা বেশ কিছু বই গ্রন্থাগার থেকে খুঁজে বের করে আগুন দিয়েছেন। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের কিছু বই গ্রন্থাগারে থাকায় শিক্ষার্থীরা সেগুলো বের করে আগুন দিয়েছেন। এছাড়া আর কিছু তিনি জানেন না বলে জানান।