সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষার সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৪, ১২:৪৩

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েন করবে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার (২ আগস্ট) পেন্টাগন জানিয়েছে, ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মধ্যপ্রাচ্য এবং ইউরোপে অতিরিক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ার (ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রকে গুলি করতে পারে) পাঠানোর অনুমোদন দিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের অতিরিক্ত স্কোয়াড্রনও পাঠানো হচ্ছে।
এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, নতুন মোতায়েন মার্কিন বাহিনীর সুরক্ষার উন্নতি ঘটাবে। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়াবে এবং নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত।
বিবৃতিতে পেন্টাগন আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী আরও স্থল-ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনের প্রস্তুতিও বাড়াবে।
বুধবার তেহরানে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। ইসরায়েল দাবি করেছে, তারা লেবাননে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুক্রকে হত্যা করেছে। এর কয়েক ঘণ্টা পরেই হানিয়েহ হত্যার খবর আসে। যদিও হানিয়েহ হত্যার বিষয়ে এখনও কিছু বলেনি ইসরায়েল। তারপরও এর জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইরান ও হামাস। হানিয়েহকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এরপর পরই ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।