নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনসের ম্যানহাটনের অফিসে খামে ভরে রহস্যময় হোয়াইট পাউডার পাঠানোর ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার বিকেলে ম্যানহাটনের ৪৫o ওয়েস্ট, ৩৩ নম্বর রাস্তায় অবস্থিত বোর্ড অব ইলেকশনস ভবনের আট তলায় ডাকযোগে পাঠানো ভোট গণনা করছিলেন কর্মকর্তারা। ওই সময় একটি খামের মধ্যে ব্যালট পেপারের পরিবর্তে হোয়াইট পাউডার খুঁজে পান কয়েকজন কর্মকর্তা। ঘটনাটি সঙ্গে সঙ্গে জানানো হয় এনওয়াইপিডিকে। পুলিশ দ্রুত পৌঁছে ঘটনাস্থল ঘেরাও করে।
কার মাধ্যমে খামে ভরে হোয়াইট পাউডার পাঠানো হয়, সেটি এখনও নিশ্চিত নন তদন্ত কর্মকর্তারা।
এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিস ইউনিট-ইএসইউ এবং হ্যাজার্ডাস ম্যাটারিয়ালস-হ্যাজমাট কর্মীরা যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়, ওই রহস্যময় পাউডারে এখন পর্যন্ত বিষাক্ত কিছু খুঁজে পাওয়া যায়নি।
পাউডারটির সংস্পর্শে আসা ছয়জন ব্যক্তি পুরোপুরি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।