অ্যামেরিকায় স্থায়ী বসবাসের নথি গ্রিন কার্ড হারিয়ে যাওয়া নতুন নয়। কেউ বাংলাদেশে এসে গ্রিন কার্ড হারিয়ে ফেললে সেটা নিজ দেশ থেকেই রিনিউ বা নবায়ন করতে পারবেন কি না, সে সংক্রান্ত একটি প্রশ্ন প্যারালিগ্যাল বেলায়েত হোসেন বেলালকে করেছেন টিবিএন ভিউজের সঞ্চালক শান্তু বিশ্বাস। নিয়ম ও বাস্তবতার আলোকে তার উত্তর দিয়েছেন অতিথি।
টিবিএন: গ্রিন কার্ড রিনিউর ব্যাপারটা যেটা বারবার আসছে যে, বাংলাদেশ থেকে কি আসলে গ্রিন কার্ড রিনিউ করা যায়?
বেলাল: সামহাউ আপনি বাংলাদেশে গেলেন। আপনার গ্রিন কার্ড ভ্যালিড ছিল। আজকে সেপ্টেম্বরের ৮ তারিখ। আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে সেপ্টেম্বরের ২৮ তারিখ পর্যন্ত। আমরা এগজাম্পল, জাস্ট বোঝাইতে আপনাকে কী রিজনে করা যাচ্ছে, কী রিজনে আপনি কী হেল্প পাচ্ছেন।
আজকে সেপ্টেম্বরের আট। আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে আন্টিল সেপ্টেম্বর ২৮ পর্যন্ত। হুইচ ইজ টোয়েন্টি ডেজ আছে। সাপোজ কালকে আপনার গ্রিন কার্ডটা সামহাউ লস্ট হয়ে যায়; আপনার কাছে আর নাই।
এবার আপনি কনস্যুলেটে যেতে পারেন। ওরা দেখবে আপনার গ্রিন কার্ড ভ্যালিড আছে। তখন আপনার পাসপোর্টে ওরা একটা স্ট্যাম্প করে দিবে, যেটা দিয়ে আপনি ট্রাভেল করে আসতে পারবেন। এবার আপনি নিউ ইয়র্কে এসে গ্রিন কার্ড রিনিউ করেন।
অনেক আগে এক্সপায়ার হয়েছে। ওটা আপনি রিনিয়াল করবেন না। সেটা পারবেন না।
শুধু আপনার গ্রিন কার্ড ভ্যালিড ছিল, বাট লস্ট। এক দিনও যদি আপনার টাইম আছে এখনও পর্যন্ত… এক্সপায়ার হওয়ার পর আপনি যেতে পারবেন না।
আমার গ্রিন কার্ড ভ্যালিড। সামহাউ লস্ট। ইমিডিয়েটলি আপনি আমাদের যে ইউএস কনস্যুলেট আছে বাংলাদেশে, আপনি ওই জায়গায় যান…গ্রিন কার্ড যেহেতু নাই, গ্রিন কার্ডের নাম্বারটা ওরা পাস করে দিবে ট্রাভেল ডকুমেন্টের মধ্যে। ওরা স্ট্যাম্প করে দেবে। আপনি সুন্দরমতো চলে আসতে পারবেন।
টিবিএন: তার মানে প্রত্যেকটা উদ্ভুত পরিস্থিতিতে একটা বিকল্প কিছু না কিছু আছে।
বেলাল: প্রত্যেকটা পরিস্থিতিতে কিছু না কিছু রয়েছে। এখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই। লস হয়ে গেল আপনার। ইয়েস, আপনাকে এই জায়গায় আসার পরে আবার টাকা দিয়ে করতে হবে, বাট এনিওয়ে, আমরা বলতেছি আইদার কারও লং টার্ম গ্রিন কার্ড আছে, লস্ট হয়ে গেছে, সে কী করবে বাংলাদেশে যাওয়ার পরে অথবা অল্প সময় আছে সে কী করবে।
যার অল্প সময় আছে, আইদার উনি যদি সাবমিট করে থাকে, উনার তো ডান, আসবে। আর এনিওয়ে তার রিনিউ করতে হবে। সে ইউএসে এসে রিনিউ করবেন, বাট উনি বাংলাদেশ থেকে আসতে পারবেন।
অ্যাগেইন, যার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যাবে, আমরা কিন্তু তার ক্ষেত্রে বলি নাই। কারও এক্সপায়ার হয় নাই, বাট এক্সপায়ার হবে অবস্থা, এই মুহূর্তে যদি আপনি ঢোকেন, আপনি ঢুকতে পারবেন। অ্যাটলিস্ট এক দিন আগেও যদি হয়।
তথ্য সূত্র:টিবিএন২৪