সম্প্রতি পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধানের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, 'ইসরায়েল যদি এতে সম্মত না হয় তবে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে না।'
বৃহস্পতিবার (৩১ জুলাই) ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, 'এই দেশগুলোর (ইউরোপ) কোনোটিরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।'
তিনি বলেন, 'তারা আপনাকে বলতেও পারবে না, এই ফিলিস্তিন রাষ্ট্রটি কোথায়। তারা আপনাকে বলতে পারবে না, এটি কে পরিচালনা করবে। আমার মনে হয়, এটি বিপরীতমুখী।'
হামাস এখনো ২০ জনকে জিম্মি করে রেখেছে এবং ৫০ জনেরও বেশি মানুষের মৃতদেহ আটকে রেখেছে - এটি উল্লেখ করে রুবিও পশ্চিমা দেশগুলোকে হামাসের পক্ষে 'এক হওয়ার' অভিযোগ করেন। তার ভাষ্য, 'ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ মানে হামাসের পক্ষ।'
তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষের দেশগুলো বলেছে, এটিই মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির পূর্বশর্ত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'অনেক ক্ষেত্রেই সাম্প্রতিক স্বীকৃতির সিদ্ধান্তগুলো আসলে অভ্যন্তরীণ রাজনীতির ওপর নির্ভর করে... কিছু দেশ ভূ-রাজনৈতিক পরিণতি নির্বিশেষে পক্ষ নেওয়ার জন্য অভ্যন্তরীণ চাপের সম্মুখীন হচ্ছে। তাদের বিবৃতি হামাসকে উৎসাহিত এবং পুরস্কৃত করা ছাড়া আর কিছুই পরিবর্তন করবে না।'