বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত মাকালু আরোহণ করতে গিয়ে নেপালে এক মার্কিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তার অভিযানের আয়োজক সংস্থা সোমবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন।
রোববার সন্ধ্যায় ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার পর্বত মাকালুর ক্যাম্প ২-এ ৩৯ বছর বয়সী আলেকজান্ডার প্যানকো মারা যান।
হিমালয়ান গাইডস নেপালের ঈশ্বরী পাউডেল জানিয়েছেন, সমস্যার কারণে তিনি ক্যাম্প তিন থেকে নেমে আসেন এবং এরপর অসুস্থবোধ করছিলেন।
সেখান থেকে তার মরদেহ নামানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
একজন দক্ষ পর্বতারোহী প্যানকো যখন ছোট ছিলেন তখন তিনি ব্রেন টিউমার থেকে বেঁচে গিয়েছিলেন।
তিনি এক্সপ্লোরারস গ্র্যান্ড স্লাম সম্পন্ন করেছিলেন। এটি এমন একটি চ্যালেঞ্জ যার মধ্যে সাতটি মহাদেশের প্রতিটি সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করা এবং তারপর উত্তর ও দক্ষিণ মেরু উভয় স্থানে স্কিইং করা অন্তর্ভুক্ত।
প্যানকো সম্প্রতি দীর্ঘস্থায়ী মাইলয়েড লিউকেমিয়ার সঙ্গে লড়াই করেছেন এবং শিকাগোতে অবস্থিত লুরি চিলড্রেনস হসপিটালের পেডিয়াট্রিক ব্লাড ক্যান্সার প্রোগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য মাকালু আরোহণের চেষ্টা করছিলেন।
গত মাসে সফলভাবে শীর্ষে ওঠার পর নেপালের আমা ডাবলাম থেকে নামার সময় একজন অস্ট্রিয়ান পর্বতারোহীর মৃত্যু হয়।
নেপালে বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটি রয়েছে, যার মধ্যে মাউন্ট এভারেস্টও রয়েছে এবং প্রতি বছর বসন্ত এবং শরৎকালে আরোহণের মৌসুম।
চলতি মৌসুমে পর্বতারোহীদের জন্য প্রায় ৫০০ অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ২১৪টি এভারেস্টের জন্য।
সূত্র: এএফপি