ওবামার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন মিশেল

ডেস্ক রিপোর্ট
  ১২ এপ্রিল ২০২৫, ২০:০৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার স্ত্রী মিশেলের বিবাহ বিচ্ছেদ হতে পারে । এমন জল্পনা শুরু হয়েছিল। তবে সত্যিই বিবাহ বিচ্ছেদ হবে কি না, তা জানা যায়নি। 
এবার সেই বিষয়ে মুখ খুললেন মিশেল নিজেই। তিনি বলেন, বারাক ও তিনি এখন নিজেরা নিজেদের ক্যালেন্ডার নিয়ন্ত্রণ করেন। তাকে বারাকের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যায়নি বলেই মানুষ জল্পনা তৈরি শুরু করে দিয়েছিল। যদিও বারাকের সঙ্গে তার সময় কোনো কোনো সময় সংকটময় ছিল বলে স্বীকার করে নেন তিনি। এর আগে বারাক ওবামাও এক সাক্ষাৎকারে এই বিষয়টি স্বীকার করেছিলেন।
সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেন, ‘খুব হতাশাজনক। একজন নারীকে নানা ক্ষেত্রে সমাজে লড়াই করতে হয়। আমার নিজের পছন্দ- অপছন্দ থাকে । সেটা সবাই বুঝতে পারে না। তা দুর্ভাগ্যের। স্বামী-স্ত্রী একসঙ্গে কোথাও না গেলেও লোকে ভেবে নেয় বিবাহ বিচ্ছেদের দিকে যাচ্ছে।’ 
সম্প্রতি সোফিয়া বুশের সঙ্গে পডকাস্টে বসেছিলেন মিশেল। এর আগে তাকে একাধিক পার্টি বা অনুষ্ঠানে বারাক ওবামার সঙ্গে দেখা যায়নি। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল সাবেক ফার্স্ট লেডিকে। 
তিনি জানান, অনুষ্ঠানে দেখা যায়নি এর অর্থ এটা নয় যে, বিবাহ বিচ্ছেদের পথে যাচ্ছেন। 
মিশেল বলেন, ‘এখন নিজের মতো সময় কাটানোর সময় বের করতে পারি। আর তা চাইও। কোনো কোনো সময় এটাও মনে হয়, এমন সিদ্ধান্ত যদি আমি বেশ কয়েক বছর আগে নিতে পারতাম তাহলে কী ভালো না হতো। তবে তখন আমি নিজেকে স্বাধীনতা দেইনি । এখন দিয়েছি। নিজের সন্তানদেরও বলেছি স্বাধীনভাবে বাঁচতে। আমার মনে হয়, প্রতিটা মানুষের জীবনের উদ্দেশ্য থাকে। তা পূরণ করা দরকার।’