সাইফ হাসানের ব্যাট হাসছে, সাইফ হাসান নিজেও হাসছেন বৈকি! দুয়ের মিশেলে প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। দেড় মাস আগেও দলে না থাকা এই ব্যাটার হয়ে গেছেন দেশের সেরা ব্যাটার। আজ হালনাগাদ হওয়া আইসিসি র্যাঙ্কিং এই সুখবর দিল তাকে।
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে দলে ফিরেছিলেন তিনি। এরপর থেকেই নিয়মিত রানের দেখা পাচ্ছেন সাইফ। এশিয়া কাপে অভিষেকেই ৩০ রানের ইনিংস খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে। এরপর শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে পেয়েছেন ফিফটি। এরপর আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচেও দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন।
এমন সব ইনিংসের পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতিটা অবধারিত ছিল সাইফের। ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে ঢুকে পড়েছেন তিনি। এখন তার অবস্থান ১৮ নম্বরে। বাংলাদেশের সেরা তিনি, বাকি কোনো ব্যাটারই শীর্ষ বিশে নেই।
এদিকে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনও পেয়েছেন সুসংবাদ। তামিম ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে, আর ইমন ১৮ ধাপ এগিয়ে ৫৩তম স্থানে চলে এসেছেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে আছেন মোস্তাফিজুর রহমান। তিনি ১২ নম্বরে অবস্থান করছেন। বোলারদের ভেতর সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাসুম আহমেদ। ৮৭ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ৪৪তম স্থানে। এদিকে তানজিম হাসান সাকিব নয় ধাপ এগিয়ে ৩৩তম, শরীফুল ইসলাম ২১ ধাপ যৌথভাবে আছেন ৪৯তম স্থানে।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পারফর্ম্যান্সে সুখবর পেয়েছেন রশিদ খানও। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি। চলে এসেছেন দ্বিতীয় স্থানে। শেষ ১৬ মাসে এত ভালো অবস্থান আর ছিল না তার।