চলতি বছর পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে, তার সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। তারা বলছে, আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পলিত হতে পারে।
বুধবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ সালে ঈদুল আজহা ৬ জুন হতে পারে। এর একদিন আগে ৫ জুন আরাফার দিবস পালিত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সৌদি আরবসহ বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি সেই অনুযায়ী ঘোষণা দেবে।
আমিরাত জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে জিলহজের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এই হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পড়বে ৬ জুন, যেদিন ঈদুল আজহা উদযাপিত হবে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে সরকার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, ৫ জুন (আরাফাহ দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন) সার্বজনীন ছুটি থাকবে, যা বেসরকারি-সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদযাপিত হয়।