গাছের ডালে বসে আছে মাছরাঙা পাখিটি।
উড়ে এসে বসেছে হ্রদের পাশের একটি খুঁটিতে।
মাছের আশায় তীক্ষ্ণ দৃষ্টি হ্রদের পানিতে।
হঠাৎ একটি বড় মাছ ভেসে ওঠে।
মাছটি এতটাই বড়, সেটি ধরা পাখিটির পক্ষে সম্ভব নয়।
অগত্যা আর কী করা, পাখিটি অন্যত্র উড়াল দেয়।