গাজায় রক্তপাত–বাস্তুচ্যুত, দূরদেশে শান্তি সমাবেশ

superadmin

  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬

ইসরায়েলের হামলার পর গাজা থেকে ধোঁয়া উঠছে

অস্ত যাচ্ছে সূর্য। আর ঘর ছেড়ে কোথায় যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

পা–হারা এক ব্যক্তিও ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। ক্রাচে ভর দিয়ে বাস্তুচ্যুত জনতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি অনিশ্চিত গন্তব্যের পথে

অন্ধকার রাতে অনিশ্চিত গন্তব্যের পথে ছুটছে মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে একসঙ্গে পা বাড়িয়েছে তারা

গাদাগাদি করে ট্রাকে উঠেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তারা অজানা কোনো আশ্রয়ে খুঁজছে সামান্য নিরাপত্তা

‘গাজায় গণহত্যা বন্ধ করুন, যুদ্ধক্ষেত্রে অস্ত্র নয়, অস্ত্রের পরিবর্তে শান্তি’—স্লোগানে বার্লিনের রাস্তায় শান্তির সপক্ষে মিছিল

‘কূটনীতি ও আলোচনা চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে বার্লিনের শান্তি সমাবেশে শান্তির বার্তা দিচ্ছেন এক বিক্ষোভকারী

১৫৬ কিলোমিটার ম্যারাথন দৌড় আয়োজন চলাকালে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ফিলিস্তিনের বিশাল পতাকা বার্লিনের রাস্তায় প্রদর্শন করছেন।