
চলতে চলতে হঠাৎ পিছনে
কে যেন হাঁটছে পিছু নিয়ে
আতঙ্কিত এক ছায়ার মতো
ভয়ে শরীর যেন ঝটকা মারে নিমিষে
ভাবি বসে একাকী,জীবন যুদ্ধ সে কি
ভয়ঙ্কর রূপে রূপান্তরিত
নিমিষেই করে দেয় শুন্য।
অদৃশ্য রূপে হেঁটে চলে পিছে পিছে
মায়ার খোলসে জড়িয়ে
দিক দিগন্ত পেরিয়ে।
আশ্চর্য একটু! হঠাৎ হারিয়ে যায় অদৃশ্য এই ছায়া
অদৃশ্য ছায়া বলে মোরে
আমি কি তোর যোগ্য নইরে
এতো কেন রূপ পাল্টাস বারে বারে
যদি পারিস ছেড়ে যা মোরে
ছায়া হয়ে মোর পাশে পাশে
হাঁটিস কেন! কে বলেছে তোরে?
ভাবিস না আমার জন্য
প্রকৃতি বলে দিয়েছে অদৃশ্য ছায়াই তোর জন্য!যাকে তুই চাইলেও পারবি না ছাড়তে, তোর বিনা অনুমতিতেই তোকে সঙ্গ দিবে প্রকৃতির নিয়মে।
ভাবতে নেই এতো; এই জীবনে যতদিন আয়ু আছে ছায়াও থাকবে তোর পাশে
যেদিন তোর নিঃশ্বাস থেমে যাবে
অদৃশ্য ছায়াও চিরতরে বিদায় জানাবে তোকে!!!