গাজায় ইসরায়েলের বিমান হামলা জোরদার , নিহত ৫৭

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ জুলাই ২০২৪, ১১:৫৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ ভূখণ্ডে চালানো এ হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ। 
বিবিসি সূত্র বলছে,  ইসরায়েলের সর্বশেষ এ হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজায় জাতিসংঘ-পরিচালিত স্কুলও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপতাক্যয় চালানো এ হামলায় সবচেয়ে মারাত্মক হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে। গাজায় চালানো এ হামলায় ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামাসের সামরিক শাখার নেতৃত্বের অর্ধেক সদস্য নিহত হয়েছে এবং গাজায় ৯ মাসের ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযানে প্রায় ১৪ হাজার ‘সন্ত্রাসী’ নিহত বা আটক হয়েছেন।
নিহতদের এ পরিসংখ্যানে বেসামরিক মানুষ এবং যোদ্ধাদের সংখ্যা আলাদা করে উল্লেখ করা হয় না। তবে গত এপ্রিলের শেষ নাগাদ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, মৃতদের মধ্যে ১৪ হাজার ৬৮০ জন শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন। 
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।