
ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির রয়েছে অপরাধের দীর্ঘ ইতিহাস।
এনডিটিভি জানায়, ২৯ বছর বয়সী আকিল ওরফে নিত্রার নামে কমপক্ষে ১০টি ফৌজদারি মামলা ছিল। এসব মামলার অভিযোগের মধ্যে রয়েছে যৌন নিপীড়ন, ডাকাতি, মারধর, শারীরিক আক্রমণ ও হত্যাচেষ্টা। ১০ বছরের কারাদণ্ড ভোগ শেষে সম্প্রতি ভৈরবগড় কারাগার থেকে ছাড়া পান তিনি।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, আকিলের নামে কিছু মামলা ২০১২ সালের। ভারতীয় দণ্ডবিধি ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অস্ত্র আইন ও মাদকবিরোধী আইনে।
আকিল কাজ করতেন চিত্রকর হিসেবে, যার মা-বাবা শ্রমিক।
সর্বশেষ গ্রেপ্তার যে অপরাধের জেরে
বিশ্বকাপ ম্যাচের জন্য ইন্দোরে আসা অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হেঁটে তাদের হোটেল সংলগ্ন ক্যাফেতে যাচ্ছিলেন।
পুলিশে দায়ের করা অভিযোগে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ইনচার্জ ড্যানি সিমন্স জানান, আকিল শুরুতে বাইকে করে ওই নারীদের কাছে এসে তাদের একজনকে ধরার চেষ্টা করেন। পরে তিনি দ্রুত সরে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে আরেক ক্রিকেটারকে অযাচিতভাবে স্পর্শ করে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।
শারীরিক হেনস্তার ঘটনায় আতঙ্কিত দুই ক্রিকেটার তাদের নিরাপত্তাপ্রধানের কাছে জরুরি সাহায্য চেয়ে বার্তা পাঠান।
পরবর্তী সময়ে নিরাপত্তাপ্রধানের মারফত খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত সাড়া দেয়।
ইন্দোরের পুলিশ কমিশনারেট পাঁচটি থানার কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করে। এর অংশ হিসেবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের কাছে ক্লোজড সার্কিট টেলিভিলিশন-সিসিটিভি ফুটেজ দেখে আকিলকে শনাক্ত করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আকিল সরু লেন দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ নাগাদ তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় বাম হাত ও ডান পায়ে আঘাত পাওয়া এ ব্যক্তি রয়েছেন পুলিশের হেফাজতে।
নারী ক্রিকেটারদের যৌন নিপীড়নের ঘটনায় তার নামে আরও একটি মামলা করা হয়েছে।