ইয়েমেনের হোদেইদাহতে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ মে ২০২৫, ১৩:৩৩


হুতি নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রধান নাসরুদ্দিন আমির ইয়েমেনের কোনো বন্দরে ইসরায়েলি হামলার বিষয়টি অস্বীকার করেন।
ইয়েমেনের হোদেইদাহতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে রবিবার জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুতি পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রয়টার্স জানায়, হুতি নিয়ন্ত্রিত তিন বন্দর রাস ইসা, হোদেইদাহ ও সালিফে থাকা লোকজনকে সরে যেতে ইসরায়েলি সতর্কবার্তার পরপরই এ হামলা হয়।
হুতি নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রধান নাসরুদ্দিন আমির ইয়েমেনের কোনো বন্দরে ইসরায়েলি হামলার বিষয়টি অস্বীকার করেন।
এর আগে টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, পশ্চিম ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত তিনটি বন্দর দ্রুত খালি করতে রবিবার ‘জরুরি’ সরে যাওয়ার বার্তা দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।
সম্ভাব্য হামলার আগে ইসরায়েল এমন বার্তা দিয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলকে লক্ষ্য করে হুতিরা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে।
ইসরায়েলে হামলার জবাবে গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত বিমানবন্দর ও অন্য কয়েকটি স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।
আইডিএফের আরবি ভাষা ইউনিটের মুখপাত্র কর্নেল আভিচায় আদ্রায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রাস ইসা, হোদেইদাহ ও সালিফ বন্দরে অবস্থানরতদের সেসব জায়গা থেকে চলে যেতে সতর্কবার্তা দেন।
তিনি বলেন, ‘হুতিদের সন্ত্রাসের সরকার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বন্দর ব্যবহার করায় নিজেদের নিরাপত্তার জন্য পরবর্তী নোটিশ নাগাদ আমরা এসব (তিনটি) বন্দরে উপস্থিত সবাইকে সেখান থেকে দূরে থাকার তাগিদ দিচ্ছি।’