ভারতের সঙ্গে সংঘাত বাঁধতেই এক্সের নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ মে ২০২৫, ২১:১৭

ভারতের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) আন্তর্জাতিক নজরদারি সংস্থা নেটব্লকস নিশ্চিত করে জানিয়েছে, পাকিস্তানে আবারও এক্সে প্রবেশাধিকার চালু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক ই-মেইলে তারা এ তথ্য জানায়।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সেন্সরশিপ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দেয়। ওই সময় থেকেই পাকিস্তান সরকার এক্সে প্রবেশ বন্ধ করে দেয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তখন একে মতপ্রকাশের ওপর হামলা হিসেবে আখ্যা দেয়।
বুধবার (৭ মে) ভোরে পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন।
এই ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।