স্টেথোস্কোপ: দুইশো বছর পুরোনো প্রযুক্তিতে এবার আসছে এআই

ডেস্ক রিপোর্ট
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্টেথোস্কোপ কেবল কয়েক সেকেন্ডেই তিন ধরনের ভিন্ন হৃদরোগ শনাক্ত করতে সাহায্য করতে পারবে বলে দাবি গবেষকদের।
১৮১৬ সালে আবিষ্কৃত প্রথম স্টেথোস্কোপটি রোগীর হার্টের শব্দ শুনে রোগ নির্ণয়ে চিকিৎসকদের সহায়তা করত।
বর্তমানে আধুনিক সংস্করণের স্টেথোস্কোপ ব্যবহার করে একটি গবেষণা চালিয়েছে ব্রিটিশ একদল গবেষক। তারা বলেছে, খুব দ্রুত হার্ট ফেইলিউর, ভাল্বের রোগ ও অস্বাভাবিক হৃদস্পন্দন শনাক্ত করতে পারে তাদের বানানো এ স্টেথোস্কোপটি।