
একসময় নাটক, বিজ্ঞাপন ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত অভিনেত্রী মোনালিসাকে। পর্দার আলোঝলমলে জগত থেকে অনেক আগেই সরে গেলেও নিজেকে নতুন এক পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রবাসজীবনে বিউটিফিকেশন খাতে দীর্ঘদিন কাজ করার পর এবার নতুন সুখবর দিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, আন্তর্জাতিক একটি প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন মোনালিসা। নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ব্যবস্থাপক হিসেবে। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই শুরু হয়েছে তার পেশাজীবনের নতুন অধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই খবর জানান মোনালিসা। সেখানে তিনি লেখেন, নতুন দায়িত্ব পাওয়ায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। কঠোর পরিশ্রমই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার অপেক্ষা।
এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোনালিসা বলেন, অনেক পরিশ্রম ও সংগ্রামের পথ পেরিয়ে তিনি আজ এই অবস্থানে এসেছেন। অভিনয় ও মডেলিং তার ভালোবাসা হলেও মেকআপই তার আসল প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে এই খাতে নিজের আরও সম্ভাবনার কথা বুঝতে পেরেছেন বলেও জানান তিনি।
একসময় নাচ, নাটক ও বিজ্ঞাপনচিত্রে সমানতালে কাজ করেছেন মোনালিসা। তবে হঠাৎ করেই শোবিজ অঙ্গন ছেড়ে প্রবাসজীবন বেছে নেন তিনি। ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন এই অভিনেত্রী। পরে তাদের বিচ্ছেদ ঘটে। নতুন পেশাগত অধ্যায়ে আত্মবিশ্বাসী মোনালিসা মনে করছেন, নিজের ভালোবাসার জায়গায় থেকেই তিনি সামনে আরও এগিয়ে যেতে পারবেন।