ব্যক্তিগত জীবনে বেশ রোমান্টিক হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক। প্রেমিকা কিংবা স্ত্রী হিসাবে নায়িকা, গায়িকারাই তার প্রথম পছন্দ। যদিও অভিনেত্রী জেনিফার গার্নার এবং গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে তার দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। বরং এই অশান্ত দাম্পত্য জীবনের জন্যও তিনি সুপরিচিত।
গার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, ব্যাটম্যান অভিনেতা খুব বেশিদিন একা থাকেননি। তার জীবনে জুড়ে যান পপ গায়িকা জেনিফার লোপেজ। কিন্তু একসঙ্গে জীবন পার করার কথা থাকলেও সেটা আর হয়নি। তবে, লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর, অ্যাফ্লেক এখন নতুন জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত। হয়তো পেয়েও গেছেন। তার ঘনিষ্টজন মার্কিন গণমাধ্যমকে সেটাই বলেছেন।
জানা গেছে, বর্তমানে ‘ইউফোরিয়া’খ্যাত অভিনেত্রী সিডনি সুইনির প্রতি আকৃষ্ট বেন। কারণ, সিডনিও আপাতত একা। কিছুদিন আগেও বাগদত্তা জোনাথন ডেভিনোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কে ছিলেন সিডনি। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে দেন, বাগদানের ইতি টানেন।
এক সাক্ষাতকারে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র প্রকাশ করেছেন যে, তিনি সিডনির সৌন্দর্যে সম্পূর্ণরূপে মুগ্ধ এবং শিগগিরই তার সঙ্গে দেখা করতে চান। সূত্রটি সিডনি সুইনির প্রতি বেন অ্যাফ্লেকের অনুভূতি সম্পর্কে বলেছেন, ‘অভিনেতা কিছুদিন ধরে সিডনির উপর বেশ ক্রাশ খাচ্ছেন।’ আরও বলেন, ‘পৃথিবীর প্রায় প্রতিটি পুরুষের মতো, বেনও মনে করেন তিনি দারুন আকর্ষণীয়, এবং তিনি সিডনিকে কাছে পাবার সুযোগ পেতে চান।’