নিউইয়র্কে দক্ষিণ সুরমাবাসীর’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা

ডেস্ক রিপোর্ট
  ১৩ জুলাই ২০২৪, ১৩:৩৩

৭ জুলাই রোববার নিউইয়র্ক ফেরী পয়েন্ট পার্কে বার্ষিক বনেভাজন উদযাপন করেছে সিলেট দক্ষিণ সুরমাবাসী। এই বনভোজন ও মিলন মেলায় সমেবত হয়েছিলেন বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসী সহ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ । আমেরিকার মাটিতে বাংলাদেশী সুস্থ সংস্কৃতি প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম প্রধান সংগঠনটি তাদের এই গৌরবময় পথচলাকে আনন্দময় করতে রোববার আয়োজন করে বার্ষিক বনভোজন। কমিটির সমন্বয়কারী কফিল আহমেদ চৌধুরী, ইসতিয়াকুল হোসেন, সাহেদ আহমেদ, মজলুম আহমেদ কামরান, আব্দুল আহাদ হেলাল, রিয়াজ উদ্দিন কামরান, শাহ সেলিম, আজাদুল ইসলাম, মারুফ রশিদ, ওলিউর রহমান তোরণ, নোমান আহমদ ও শাহ কামাল উদ্দিন এবং সম্মানিত অথিতিবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে বনেভাজন উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী আব্দুর রাজ্জাক। উদ্বোধনী সঞ্চালনায় ছিলেন মজলুম আহমদ কামরান ও সাহেদ আহমেদ ।
আয়োজকদের সুন্দর পরিকল্পনা আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট স্টেট্ থেকে বিপুল পরিমান অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনশেষে তাদের আয়োজন ছিলো শতভাগ সফল। এবারের বনভোজনে দিনব্যাপী অনুষ্টানসূচিতে ছিল খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু- কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা পুরুষদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের খাবারের আয়োজন। উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী দিনভর গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময় কাটিয়েছেন। মিলন মেলার সার্বিক সহযোগিতা করেন আব্দুর রব চৌধুরী, শাহ শানুর আহমেদ, শোয়েব আহমেদ, ফটিক মিয়া, আনসার উদ্দিন আহমেদ প্রমুখ। এবারের বনভোজনে প্রায় ছয়শতাধিক অংশগ্রহন করেন। সবশেষে রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।