
আবুধাবির বিগ টিকেট লটারিতে ৮৩ লাখ টাকা জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। মোহাম্মদ কবির হোসাইন নামে ৪২ বছর বয়সী ব্যক্তি ২০ বছর ধরে আরব আমিরাতে বাস করছেন।
খালিজ টাইমস লিখেছে, আবু ধাবির মুসাফায় একটি রেস্তোরাঁ চালান কবির। লটারির অর্থ দিয়ে আরেকটি রেস্তোরাঁ খুলতে চান তিনি।
দেড় বছর আগে থেকে তিনি বিগ টিকেট লটারিতে অংশ নেওয়া শুরু করেন কবির।
তিনি বলেন, বিগ টিকেটে অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের লটারি জেতা দেখে উৎসাহ পান। এবারের লটারি নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন।
তার ভাষ্য, “আমি যে জিতব সেটা খুব নিশ্চিত ছিলাম। পুরস্কার ঘোষণার দুই মিনিট আগে আমার সঙ্গে থাকা বন্ধু বলে, ‘তুমি এটি জিতবে’। এখন তো জানলাম আমিই জিতেছি।”
আরব আমিরাতে স্ত্রী, মেয়ে ও ভাইকে নিয়ে থাকেন এ প্রবাসী।
“আমার স্ত্রী রেগে ছিল; কিন্তু এখন এটি তাকে খুশিই করবে,” লটারি জেতার পর বলেন কবির।