ইতালিতে বাণিজ্যিক সাফল্যের পথে শাকিবের ‘বরবাদ’

ডেস্ক রিপোর্ট
  ২২ এপ্রিল ২০২৫, ২১:০৫


৩৯বাংলাদেশের চলচ্চিত্র ‘বরবাদ’ এবার সাড়া ফেলেছে ইতালির প্রেক্ষাগৃহে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি চলচ্চিত্রের মধ্যে এ ছবিটি ইতালির দর্শকদেরও হৃদয় জয় করেছে।
চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
স্থানীয় সময় রোববার রাতে রোমের ব্রডওয়ে সিনেমা হলে ‘বরবাদ’ প্রদর্শিত হয়। এপি এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধানে ও আমির হোসেনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রদর্শনীতে দর্শকের বেশ উপস্থিতি দেখা যায়।
প্রেক্ষাগৃহে ভিড়ের কারণে পরদিন সোমবার একই সময়ে পুনরায় ছবিটি প্রদর্শন করা হয়। উভয় প্রদর্শনীতেই প্রেক্ষাগৃহ ছিল পরিপূর্ণ।

আয়োজক আমির হোসেন বলেন, “প্রবাসীরা যাতে দেশীয় সিনেমা থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা থেকেই নিয়মিতভাবে বাংলা সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছি। আগের তুলনায় দর্শকদের বেশি সাড়া পাচ্ছি। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি চলচ্চিত্র উপহার দেওয়া সম্ভব হবে।”
বাংলাদেশি দর্শক এম কে রহমান লিটন বলেন, “বাংলা সিনেমার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এখন পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখা যায়। সিনেমা ভালো হলে দর্শকও দেখবে—এটাই প্রমাণ হয়েছে বরবাদ-এর সাফল্যে।”
রোমের পর আজ মঙ্গলবার ও ৪ মে ছবিটি প্রদর্শিত হবে ইতালির আরেক শহর ভেনিসের আইএমজি সিনেমা হলে।
আয়োজক মুরাদ জানান, “প্রথম প্রদর্শনীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সব টিকেট বিক্রি হয়ে যায়। দর্শকদের অনুরোধে বাধ্য হয়েই দ্বিতীয় শো-এর আয়োজন করতে হয়েছে।”
এছাড়া ইতালির আরেক বাঙালি অধ্যুষিত শহর মিলানেও শিগগিরই ‘বরবাদ’ মুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।