নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৯ মার্চ ঈদ বাজার অনুষ্ঠিত হবে। আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউর প্রবাসীদের মিলনকেন্দ্র বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ‘ঈদ বাজার’ এর আয়োজন করা হয়েছে। ওইদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ‘ঈদ বাজার’ চলবে।ঈদ বাজারের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।
ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিতব্য এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার, খেলনা ইত্যাদি পাওয়া যাবে।
ঈদ বাজার এর আয়োজকদের পক্ষে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল , সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আবদুর রফিক ‘ঈদ বাজার’ সফল ও সার্থক করে তোলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।