যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার মাহফিল ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ নেতৃত্বাধীন এসোসিয়েশন রোববার (২ মার্চ) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এই মাহফিলের অয়োজন করা হয়।
এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক আতাউল গনি আসাদের পরিচালনায় এতে সভাপতি মইনুল ইসলাম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান ছাড়াও বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি আব্দুল হাসিম হাসনু, দি অপষ্টিমিষ্টের মোহাম্মদ রফিকউদ্দিন চৌধুরী রানা, সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানি, এসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, ট্রাষ্টি সৈয়দ জুবায়ের আলী, নির্বাচন কমিশনার প্রফেসর চন্নু, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান,
বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম, পান্না রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী বশির উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক শাহীন আজমল, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, বাকা’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জামাল হোসাইন, বেলাল আহমেদ চৌধুরী, আব্দুল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।