
শিক্ষা খাতে দীর্ঘদিনের পদোন্নতির জট অবশেষে মিটেছে। একদিনে মোট ২৭০৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯৫ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপকের পদে উন্নীত করা হয়েছে। আর ১৭১১ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপকের পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এই পদোন্নতির তথ্য বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটি যথাক্রমে উপসচিব মো. আব্দুল কুদদূস ও উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস স্বাক্ষর করেছেন।