
এইচএসসি পরীক্ষায় এবার ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। বিগত ২০ বছরের ইতিহাসে এবারই পাসের হার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিগত বছরের চেয়ে অর্ধেকের কম। এমন বাস্তবতায় মেডিকেল ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছু অসংখ্য শিক্ষার্থী এসএসসিতে ভালো ফল করেও এইচএসসিতে ছন্দপতন ঘটায় আবেদনের ‘অযোগ্য’ বলে বিবেচিত হচ্ছেন। তারা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগটুকুও পাচ্ছেন না। এটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘সুযোগের অসমতা’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, ২০২৪ সালে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আবেদনের ন্যূনতম যোগ্যতা ছিল এএসএসসি ও এইচএসসির জিপিএ মিলিয়ে ৯ পয়েন্ট। এবার ফল বিপর্যয়ের পর শিক্ষার্থী-অভিভাবকদের দাবির মুখে তা ৮.৫ পয়েন্ট করা হয়েছে। অর্থাৎ, এসএসসি ও এইচএসসি মিলিয়ে কোনো শিক্ষার্থী ৮.৫ পয়েন্ট পেলে তিনি ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।
গত ২৯ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভায় আবেদনের ক্ষেত্রে জিপিএ কমানো হয়। কর্তৃপক্ষের এমন ‘উদার’ সিদ্ধান্তে খুশি হয়েছিলেন অসংখ্য শিক্ষার্থী-অভিভাবক। তবে ৩০ অক্টোবর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রকাশিত এমবিবিএস ও ডেন্টাল ভর্তি নীতমালায় সেই খুশিতে ভাটা পড়েছে। কারণ সেখানে এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে কমপক্ষে জিপিএ-৪ পাওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে অনেকে আবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।