ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক রিপোর্ট
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
রবিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের ১০ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। ফরম পূরণ শেষে প্রিন্ট কপি নিজ নিজ কলেজে ১২ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
এছাড়া, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য ১৩ ও ১৪ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিশ্চয়ন করবে। পরীক্ষার সম্ভাব্য শিক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী, প্রশ্নপত্রের চাহিদাপত্র, ডাটা এন্ট্রি সফটওয়্যার এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলিসহ প্রয়োজনীয় সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে পাওয়া যাবে।