এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম

শিক্ষা ডেস্ক
  ২৭ জুলাই ২০২৫, ২৩:১৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন মো. আমিনুল ইসলাম। তিনি সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
রোববার (২৭ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার: বাণিজ্য সচিব
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সব দল একমত
আদেশের তথ্যমতে, এনটিআরসিএর বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।