ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মাণের মাধ্যমে প্রবাসের স্বপ্ন পূরণের পথ সুগম করার সংকল্পে যাত্রা শুরু করলো ‘সাউথ জ্যামাইকা বাংলাদেশি কমিউনিটি। গত ১৫ এপ্রিল নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৯ সদস্যের কার্যকরী কমিটির শপথ বাক্য পাঠ করান প্রবাসের বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিম। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার
নতুন কমিটিকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাঘবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ উজ্জল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরোজ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহরউদ্দিন খানসহ মোট ১৯ জন দায়িত্ব গ্রহণ করেন।
সাংস্কৃতিক পর্বে দেশের গান পরিবেশন করেন মোহরউদ্দিন খান এবং নৃত্য পরিবেশন করে মুগ্ধ করে নতুন প্রজন্মের প্রিয়ন্তি পাল। এছাড়া জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের গানে রাত গভীর পর্যন্ত প্রবাসীরা আনন্দে মেতে থাকেন।
সঞ্চিতা কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির, সেক্রেটারি মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, মূলধারার রাজনীতিক ও আইনজীবী মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।